প্রকাশিত: Wed, Jul 12, 2023 10:26 AM
আপডেট: Wed, Apr 30, 2025 3:15 AM

[১]ব্র্যাক বিশ^বিদ্যালয়ের নাম পাল্টাচ্ছে সংক্ষেপে হবে আবেদ ইউনিভার্সিটি

মুসবা তিন্নি: [২] বেসরকারি এ বিশ^বিদ্যালয়ের নামকরণ হবে এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা, প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের নামে। ২০১৯ সালে তিনি মারা যাওয়ার পরপরই বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র: দৈনিক শিক্ষা ডটকম 

[৩] প্রস্তাব অনুযায়ী নাম হবে, স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি। এ বিষয়ে গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়। 

[৪] নাম বদলের আবেদনটি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসিতে) পাঠানো হলে ইউজিসি তা নাকচ করে। সূত্র : সময় টিভি

[৫] ইউজিসি বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে শিক্ষা কার্যক্রম চলমান থাকা অবস্থায় কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নাম পরিবর্তনের বিধান নেই। তাই এ বিষয়ে আইন শাখার মত চাওয়া হয়েছে। নাম পরিবর্তনের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে। 

[৬] ২০০১ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৮ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব